কাছিকাটা স্কুল এন্ড কলেজ

কাছিকাটা স্কুল এন্ড কলেজ সম্পর্কিত সক্ষিপ্ত ইতিহাস :

চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থিত কাছিকাটা স্কুল এন্ড কলেজ একটি ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানটি সুনামের সহিত দারিদ্র অবহেলিত মানুষেন মাঝে শিক্ষার আলো বিতরণ করে আসছে। অগণিত কৃতি সন্তান এই বিদ্যাপিঠ থেকে শিক্ষা গ্রহণ করে দেশ ও দশের কল্যানে অবদান রাখতে সক্ষম হয়েছে। স্থানীয় এক শিক্ষানুরাগী, মহিয়ষি ব্যক্তি জানমুহাম্মদ তালুকতার এই প্রতিষ্ঠানের সিংহভাগ সম্পতি দান করেন। এই প্রতিষ্ঠানটি গড়ার পিছনে তার অবদান সবথেকে বেশি।  তাঁর সাথে যে ব্যাক্তি প্রতিষ্ঠানটি গড়তে যথেষ্ঠ অবদান রাখেন তিনি হলেন হাঁসমাড়ী নিবাসী মরহুম কুড়ান উদ্দিন মোল্লা। তিনি অনেক সম্পত্তি দান করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তাঁর পরিবারের পরবর্তী  প্রজ্নেমর সদস্যগণ প্রতিষ্ঠানটি গঠননে অগ্রনী ভূমিকা পালন করেন।

শুরুতে প্রতিষ্ঠানটি ছিলে  একটি মাদ্রাাসা। ১৯৫৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তর করা হয়। ১৯৯৬ সালে বর্তমান অধ্যক্ষ হাবিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নিত করা সম্ভব হয়েছে। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মানুষের কুচক্রের কারণে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নয়ন করতে অধ্যক্ষ হাবিবুর রহমান সহ এ কলেজের প্রতি অগ্রহী ব্যাক্তিদের অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবগুলো অবকাঠামো পাকা। এখানে আছে ক্লাশ করার মত ৪ টি ভবন। একটি ১২টি কক্ষ বিশিষ্ট চার তলা ভবন। আছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তিনটি করে ক্লশরুম বিশিষ্ঠ দুইটি উর্ধমুখী সম্প্রসারণযোগ্য ভবন। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়েনে নির্মিত আটটি কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন। একটি পরিত্যাক্ত তিন কক্ষবিশিষ্ট ভবন ও একটি দৃষ্টিনন্দন নতুন মসজীদ। মাঝখানে সুবিশাল খেলার মাঠ, ভবনগুলো বিশাল মাঠের তিন পাশদিয়ে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। দক্ষিণ-পশ্চিম পার্শে একটি পুকুর, এবং পূর্ব-উত্তর পার্শে একটি প্রশস্ত পাকা সড়ক যা প্রতিষ্ঠানটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। সবকিছু মিলিয়ে একটি মনমুগ্ধকর শিক্ষার পরিবেশ গড়ে উঠেছে।

অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এর সু-দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটিতে সুন্দর  ও সুষ্ঠ ভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

প্রতিষ্ঠানের প্রতি সকলের দোয়া আর শুভ কামনা প্রত্যাশা করছি।

প্রতিষ্ঠান সম্পর্কে :

কাছিকাটা স্কুল এন্ড কলেজ, কাছিকাটা, গুরুদাসপুর, নাটোর।

যোগাযোগ

সামাজিক যোগাযোগ

কারিগরী সহযোগীতায় : মোঃ বদিউজ্জামান, মোবাইল: ০১৭৭৪০৭৭২৭১, Email : bzamanpabna@gmail.com